সোমবার বেলা তিনটা নাগাদ বিদ্যুৎ দফতরের নামে ফোন করে ব্যাংক একাউন্টে থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণার শিকার মাথাভাঙা শহরের এক ব্যক্তির। এবিষয়ে মাথাভাঙা থানায় অভিযোগ করে ওই ব্যক্তি। জানা গেছে মাথাভাঙা শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দার গোপাল দাস এই প্রতারণার শিকার হয়েছে। তার কাছ থেকে১ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণার করেছে বলে অভিযোগ এবং তার ব্যাংক একাউন্টে মাত্র ৬০০ টাকা রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় তারা আতঙ্কিত।