গোসাবা: বাংলা দখল বিজেপি করতে চায় না,বাংলায় বিজেপি জিততে চায় শুভেন্দুর মন্তব্যকে গোসাবায় কটাক্ষ ব্লক তৃনমূল সাধারণ সম্পাদক
বাংলা দখল বিজেপি করতে চায় না। বাংলায় বিজেপি জিততে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। টাটাকে ফিরিয়ে আনতে চায়।.. হাতে কাজ দিতে চায়। পেটে ভাত দিতে চায়। মাথায় ছাদ দিতে চায়।আর শুভেন্দুর এই মন্তব্যকে গোসাবা থেকে কটাক্ষ করেছেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল বুধবার রাত ১১-৩০টায়।তিনি ঠিক কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারীকে কি বলেছেন তা শুনে নেব পাবলিক app এ