দুবরাজপুর: দুবরাজপুরে কালীপুজোয় দর্শকদের ঢল, জনকল্যাণ সমিতির গ্র্যান্ড লিজবোয়া থিমে মুগ্ধ শহরবাসী
কালীপুজো শেষ হলেও দর্শনার্থীদের ভিড় থামছে না দুবরাজপুরে। জনকল্যাণ সমিতির থিম মণ্ডপ, চীনের ম্যাকাওয়ের বিখ্যাত গ্র্যান্ড লিজবোয়া হোটেলের আদলে নির্মিত এই মণ্ডপ এখন শহরের প্রধান আকর্ষণ। সত্যজিৎ রায়কে উৎসর্গ করা এই থিমে যেমন চোখধাঁধানো আলোকসজ্জা, তেমনই রয়েছে রায়ের চলচ্চিত্রভিত্তিক অলঙ্করণ। প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে। বুধবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।