মন্তেশ্বর: রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সাতগেছিয়া ও মেমারিতে
শনিবার সন্ধ্যায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ভোট রক্ষা শিবির পরিদর্শনে আসেন মন্তেশ্বর বিধানসভা এলাকায়। মন্তেশ্বর যাওয়ার পথে মেমারি দু'নম্বর ব্লকে সাতগেছিয়া মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর কার্যালয়ের পাশে ভোট রক্ষা শিবিরের সামনে দলীয় কর্মীরা বিদ্যুৎ মন্ত্রী কে সংবর্ধনা জানালেন। উপস্থিত ছিলেন মেমারি দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই একই কর্মসুচির অন্তর্গত মেমারিতেও হয়।