সুন্দরবন লাগোয়া কুলতলির মৈপিঠ কোষ্টাল থানা এলাকার ঘটনা । বাইরে কাজ করতেন এ ব্যক্তি। গতকাল কাজ থেকে এসে আজ বাড়িতে আত্মঘাতী হয় । এই ঘটনার খবর পৌঁছায় মৈপিঠ কোষ্টাল থানায় ।পরে পুলিশ মৃত দেহটি নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। পরে তারা কুলতলী থানার হাতে মৃত দেহটি তুলে দেয়। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৃত ব্যক্তির দুই স্ত্রী কি জানালেন শুনুন তাদের কথা।