কালনা ২: বাঘনাপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ মদ্যপ শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে, চিকিৎসাধীন কালনা হাসপাতালে
গতকাল রাতে কালনার বাঘনাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে মদ্যপ শ্বশুর ও স্বামীর মারে গুরুতর জখম এক গৃহবধূ । আহত ওই গৃহবধূকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । গৃহবধূ বলেন, আমার শ্বশুর মদ খেয়ে বাঁশ দিয়ে মেরেছে । অপরদিকে চুলের মুঠি ধরে স্বামী মারধর করেছে ।