পাথরপ্রতিমা: পুজো পরিক্রমায় পাথরপ্রতিমা ব্লকের হাসপাতাল মোড়ে গদামথুরা ৩য় খন্ড সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের মন্ডপে পুলিশ সুপার
মহা অষ্টমীতে পুজো পরিক্রমায় বের হয়ে আজ অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে আসেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ড: কোটেশ্বর রাও, ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা,অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার,অতিরিক্ত পুলিশ সুপার জোনাল,এসডিপিও মন্দির বাজার,আইসি ঢোলাহাট