মেখলিগঞ্জ: বড়কামাত এলাকায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের পর ফাঁস হলো ভয়ংকর কারবার, প্রশাসন কেনো শীত ঘুমে?
চ্যাংড়াবান্ধায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের পর ফাঁস হল ভয়ংকর কারবার। পুকুরে লুকোনো পেট্রোল–ডিজেলের ড্রাম উদ্ধার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড়। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড় কামাত এলাকায় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেরিয়ে এল বহুদিনের গোপন সত্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চোখের সামনে চলছিল অবৈধ পেট্রোল–ডিজেল কারবার—আর পুলিশ কিংবা প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে ছিল।