দেগঙ্গা: দেগঙ্গার বাওরাটি গ্রামে একটি শোকের 15 কাঠায় জমির পটল গাছে উপড়ে ফেলে দিল দুষ্কৃতীরা, থানায় অভিযোগ দায়ের
এক চাষীর ১৫ কাঠা জমির পটল গাছ উপড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বাওরাটি গ্রামে। সোমবার বেলা বারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মতিয়ার রহমান নামে ওই কৃষক। মতিয়ারের দাবি ১৫ কাঠা জমিতে পটল চাষ করেছিলাম। রবিবার বিকেল পর্যন্ত মাঠে গিয়ে গাছ পরিচর্যা করে আসি। সোমবার সকাল সাতটা নাগাদ মাঠে গিয়ে দেখি সমস্ত পটল গাছ গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন মতিয়ার। পুলি