হলদিবাড়ি ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার রাতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-এর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে দাবি, অশ্রীঙ্খলা ও বিভাজন সৃষ্টি করে সুপরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে তিনি সুকটাবাড়ি এলাকার সংখ্যালঘু বাসিন্দাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন। এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে অভিযোগ তোলা হয়।