ইটাহার: ইটাহারের দুর্গাপুর লাইনবাজারে পিকআপের ধাক্কায় মৃত্যু আলিপুরদুয়ার জেলার এক যুবকের, প্রতিবাদে পিকআপে আগুন লাগাল স্থানীয়রা
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক যুবকের। প্রতিবাদে পিকআপ ভ্যানে আগুন লাগাল উত্তেজিত জনতা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর লাইন বাজার এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের নাম রাজীব ওড়াও(২৫)। তার বাড়ি আলিপুরদুয়ারের মঙলিপাড়া এলাকায়। দুর্গাপুরের একটি ফ্যাক্টরিতে কাজ করত ওই যুবক বলে জানায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে রাতেই দেহটি রায়গঞ্জ মেডিক্যালে ময়নাতদন্তে পাঠায় পুলিস।