হেমতাবাদ: হেমতাবাদে লরির ধাক্কায় সাইল আরোহীর মৃত্যু, গ্রেফতার লরির চালক
লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার লরির চালককে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম রাজ্জাক রানা। বাড়ি বংশিহারী থানার শীরামপুর এলাকায়। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করার পাশাপাশি লরি বাজেয়াপ্ত করে পুলিশ৷