পুরুলিয়া ১: চোরাবালি কারবারের সাথে যুক্ত থাকায় ১৯ জন কে গ্রেপ্তার করল পুলিশ, তিনজনের পুলিশ রিমান্ডের নির্দেশ
অবৈধভাবে বালি তোলার অভিযোগের পুরুলিয়া শহরে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীর সুরজ শর্মা ও পুরুলিয়ার বিজেপি বিধায়ক । সেই ঘটনায় তখন তো শুরু করে পুলিশ গতকালকে সদর থানা থেকে ১৬ জন ও মফস্বল থানা থেকে তিনজন বালি কারী গারি এর গ্রেফতার করে তিনজনকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেন আদালত।