বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার অভিযোগ উঠল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। বুধবার এমনই অভিযোগ করেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজেন। দলবিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবীর সাসপেন্ড হওয়ার পর ভরতপুরে বড়সড় সাংগঠনিক রদবদল করে তৃণমূল কংগ্রেস। ভরতপুর ১ নম্বর ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব পান নজরুল ইসলাম টারজেন এবং ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি করা হয় মুস্তাফিজুর রহমান ওরফে সুমনকে।