কেতুগ্রাম ২: কেতুগ্রামের গঙ্গাটিকুরিতে বোলপুর-শাঁখাই রোডে আবারও ধস নামলো, এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
কেতুগ্রামের গঙ্গাটিকুরিতে বোলপুর-শাঁখাই রোডে আবারও ধস নামলো৷ যার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। জানা গিয়েছে, রাস্তার পাশ দিয়ে গিয়েছে ঈশানী নদী৷ ফলতো রাস্তার পাশে নেমেছে বড় ধস৷ কাঠের পাইলিংও ধসে যাচ্ছে৷ যা নিয়ে ক্ষোভে ফুসছেন স্থানীয়রা৷ জানা গিয়েছে, প্রায় ৮০ মিটার ধস নেমে যাওয়া রাস্তায় ১৯ লক্ষ টাকা খরচ করে ওই ধস সংস্কারের কাজ করেছিল কান্দরা ডিভিশনের পূর্তদপ্তর৷