সাঁকরাইল: রোহিনীতে তৃণমূলের ওয়ার্ড রুমে পৌঁছে বিএলওদের কাজের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে খোঁজ নিলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো
রোহিনীতে তৃণমূলের অঞ্চল দলীয় কার্যালয়ের ওয়ার্ড রুমে পৌঁছে বিএলওদের কাজের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে খোঁজখবর নিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অনুপ মাহাতো, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাতোসহ দলের অন্যান্য নেতা এবং কর্মীরা। সূত্রের খবর, এদিন মূলত এসআইআর প্রকল্প সংক্রান্ত বিভিন্ন দিক, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।