রাজগঞ্জ: নাগরাকাটার প্রতন্ত্য এলাকার জন্য সুলকাপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রর এম্বুলেন্স উদ্ভোধন হল
এবার থেকে প্রতন্ত্য এলাকার রুগিদের আর কষ্ট করে সুদুর সুলকাপাড়া হাসপাতালে যেতে হবে না। দুয়ারের সরকারের মত এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌছে যাবে বাড়ি বাড়ি।সেই লক্ষেই সোমবার দুপুর দুটো নাগাদ নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের এম্বুলেন্স এর উদ্ভোধন হল। এদিন ফিতে কেটে ঐ এম্বুলেন্সের উদ্ভোধন করলেন নাগরাকাটা ব্লক স্বাস্থ আধিকারিক ডা মোল্লা ইরফান হোসেন।