গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের ৪৫০ বছরের প্রাচীণ রাধাগোবিন্দ জীউর মন্দিরে বিষ্ণুপঞ্চক উৎসব উপলক্ষে ৩০০০ ভক্ত কে প্রসাদ সেবার ব্যবস্থা
বিষ্ণু পঞ্চক ব্রত উপবাসের শেষ দিন শনিবার গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরের পক্ষ থেকে ভক্তদের প্রসাদ সেবন করানো হল।এদিন গোপীবল্লভপুরের সাড়ে চারশো বছরের প্রাচীন এই মন্দিরের পক্ষ থেকে প্রায় দুই হাজার ভক্তকে প্রসাদ সেবন করানো হয়।শ্রী পাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী নিজে উপস্থিত থেকে ভক্তদের প্রসাদ বিতরণ তদারকি করেন। উল্লেখ্য, কার্তিক মাসের শুক্ল সপ্তমী তিথি থেকে গোপীবল্লভপুরে বিষ্ণু পঞ্চক ব্রত পালন হয়।