মঙ্গলবার দিন বীরভূম জেলা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল সিউড়ির ঈদগাঁও মাঠে। সেখানে একাধিক বিষয়কে সামনে তুলে ধরে সেই সভা করা হলো।
সিউড়ি ১: অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিউড়ির ঈদগাঁও মাঠে সচেতনতা সভার আয়োজন - Suri 1 News