শনিবার দিন ঝাড়খন্ড বর্ডারের কাছে কুড়িটি গরু সহ একটি লরি বাজেয়াপ্ত করে মহম্মদ বাজার থানার পুলিশ। পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পলাতক হয় গাড়ির চালক। ইতিমধ্যেই আইনত ব্যবস্থা নিয়েছে মহম্মদ বাজার থানার পুলিশের পক্ষ থেকে।
মহম্মদবাজার: গরু পাচারের আগেই কুড়িটি গরু সহ একটি লরি বাজেয়াপ্ত করল মহম্মদ বাজার থানার পুলিশ ঝাড়খন্ড বর্ডারের কাছে - Mohammad Bazar News