হাড়োয়া: ফরিদ জমাদার ব্লক সভাপতি, আনন্দে শালীপুর বাজারে বিজয় উৎসব তৃণমূলের
ফরিদ জমাদার ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর বিজয় উৎসব থামছে না হাড়োয়া ২ ব্লক এলাকায়। হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ জমাদার তারপর দফায় দফায় বিজয় উৎসব পালন করছেন তৃণমূলের নেতাকর্মীরা, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া ব্লকের শালীপুর বাজারে আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন আট থেকে আশি তৃণমূলের নেতাকর্মীরা। উল্লেখ্য গত রবিবার রাজ্য তৃণমূলের পক্ষ থেকে হাড়োয়া ২ ব্লকের সভাপতি হিসেবে ফরিদ জমাদানের নাম ঘোষণা