আউশগ্রাম ১: নির্মল গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে নির্মল প্রভাত কর্মসূচি অনুষ্ঠিত হল আউশগ্রামের গঙ্গারামপুরে, হাজির BDO
নির্মল গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বুধবার নির্মল প্রভাত কর্মসূচি অনুষ্ঠিত হল আউশগ্রামের গঙ্গারামপুরে। মাত্র ২ঘন্টায় স্থানীয় উক্তা পঞ্চায়েতের ১৭টি সংসদে একযোগে প্রায় ৫১২৫টি পরিবারে এনিয়ে প্রচার চালানো হয়। সম্ভবত পূর্ব বর্ধমান জেলায় এটি প্রথম। এদিন আনুমানিক সকাল ১০টা নাগাদ এই কর্মসূচিতে যোগ দেন আউশগ্রাম-১ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, জেলা সেনিটেশন সেলের কোঅডিনেটর তপন কুমার পাল সহ অনান্যরা।