ভাতার: কন্যা সন্তান অবহেলিত নয় আবারো তার প্রমাণ দেখা গেল ভাতারে।
নাতনি হয়েছে তাই গাড়ি সাজিয়ে নাতনিকে আনা হল বাড়িতে
কন্যা সন্তান অবহেলিত নয় আবারো তার প্রমাণ দেখা গেল ভাতারে। নাতনি হয়েছে তাই গাড়ি সাজিয়ে নাতনিকে আনা হল বৃহস্পতিবার তিনটে দশ মিনিটে, ঘটনা ভাতারের বালসিডাঙ্গা গ্রামে। গত দুইদিন আগে ভাতারের বালসিডাঙ্গা গ্রামের কোয়েল মন্ডল বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন প্রসব বেদনা নিয়ে। গতকাল তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। খবর যাই ওই মহিলার বাবা ফিরোজ মন্ডল এর কাছে। তিনি আজ অর্থাৎ বৃহস্পতিবার যথারীতি গাড়ি সাজিয়ে নাতনিকে নিয়ে আসলেন গ্রামে।