বিলোনিয়া: রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পুজো মৃৎশিল্পীদের শিল্পালয়ে ব্যস্ততা এখন তুঙ্গে
রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পুজো। মৃৎশিল্পীদের শিল্পালয়ে ব্যস্ততা এখন তুঙ্গে। শিল্পীরা দিচ্ছেন বিশ্বকর্মার প্রতিমায় শেষ তুলির টান। নেশা এবং পেশা দুটির তাগিদেই বছর ভরে কাজ করেন মৃৎশিল্পীরা। কিন্তু কি রকম রয়েছেন তারা। প্রতিমা বানিয়ে কি তাদের সংসার চলে। এই খোঁজখবর রাখে না কেউই। শিল্পীর শৈল্পীকতায় ফুটে উঠে দেবতার ছাপ। মানুষ পূজা করে দেবতা জ্ঞানে। বুধবার দুপুর দেড়টা নাগাদ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মৃৎ শিল্পীদের কাছ থেকে প্রতিবেদন সংগ্ৰহ করতে গেলে