দুবরাজপুর: দুবরাজপুরে বিদায় সংবর্ধনা BDO রাজা আদকে, পরিসেবামূলক কর্মকাণ্ডে স্মরণীয় হয়ে রইলেন প্রশাসনের প্রিয় মুখ
দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদকে-কে শুক্রবার এক স্নেহভরা বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, পাশাপাশি ব্লকের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা।অনুষ্ঠানে বক্তারা রাজা আদকের প্রশাসনিক দক্ষতা, কর্মনিষ্ঠা এবং মানুষের প্রতি তাঁর আন্তরিকতার প্রশংসা করেন। গত কয়েক বছরে তিনি যে নিষ্ঠার সঙ্গে ব্লকের উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করেছেন।