জয়নগর ২: বাংলায় চাপিয়ে দেওয়া কেন্দ্রীয় সরকারের এসআইয়ার,তা নিয়ে গর্জে উঠলো জয়নগর ২ ব্লকের সংখ্যালঘু সেল
জয়নগর দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এর উদ্যোগে আজ বকুলতলা নতুনহাটে কেন্দ্রীয় সরকার বাংলায় চাপিয়ে দেয়া এস আই আর নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ বিষয় নিয়ে সংখ্যালঘু সেলের সভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখ কি বক্তব্য রাখলেন তা শুনুন।