গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে 'সামার ইন্টার্নশিপ প্রাকটিক্যাল' পরীক্ষা নিয়ে তরজা। একজন ইলেকট্রিক পরিক্ষা নিয়েছেন এমনই অভিযোগ, অভিযোগ নস্যাৎ করল কলেজ কর্তৃপক্ষ, সম্প্রতি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজে 'সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল' পরীক্ষা দিয়েছেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলেন কলেজেরই কয়েকজন শিক্ষক। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন।