গোসাবা: IPAC কর্নধারের বাড়িতে ও অফিসে ইডির হানার প্রতিবাদে গোসাবার বিপ্রদাসপুরে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানার প্রতিবাদে রাস্তায় নামল এবার রাজ্যের শাসকদল। 'দেশের গণতন্ত্র বিপন্ন', পোস্টার হাতে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকালে গোসাবা ব্লকের বিপ্রদাসপুর GP র বিপ্রদাসপুরে ,গ্রাম পঞ্চায়েতের প্রধান মুন্না সরকার মন্ডলের নেতৃত্বে দলীয় তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করেন।মূলত ipac কর্ণধার প্রতীক জৈন এর বাড়িতে ও ipac অফিসের ইডির অভিযানের প্রতিবাদে তাঁরা প্রতিবাদ মিছিল করেন।