দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের সাধুপুর থেকে সায়ন্তন ঘোষাল নামে এক যুবককে রবিবার দিন গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক ও তাঁর বাবা মায়ের বিরুদ্ধে ধৃতের স্ত্রী জয়া ঘোষাল গত ৪ঠা জানুয়ারি সুন্দরবন কোস্টাল থানায় বধূ নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই মামলার তদন্ত নেমে পুলিশ সায়ন্তন ঘোষাল কে গ্রেফতার করে সোমবার বিকালে আলিপুর আদালতে তুললে ধৃতের ১৪দিনের JC দিলো বিচারক সোমবার সন্ধ্যায়