ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলের বাঘাইপুর থেকে সোধপুর পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তা শুভ উদ্বোধন করেন ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান ফিতে কেটে বিকাল ৪টা নাগাদ।উপস্থিত মৎস্য ও প্রাণীর সম্পদের কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য রবি মুর্মু,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলানচন্দ্র রায় সহ অঞ্চল ও ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূলের কর্মীরা এবং গ্রামের সাধারণ মানুষ।