পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভা কেন্দ্রের দুই নম্বর গ্রাম রাজ অঞ্চলের তালাডিহা বুথে পথশ্রী রাস্তার এক কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো বৃহস্পতিবার। ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার জানা মিহির চন্দ সহ অন্যান্যরা।