কেশিয়ারি: গগনেশ্বর এবং লালুয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হলো
মানুষের সমস্যা আরো ভালোভাবে সমাধান করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করার নির্দেশ দিয়েছেন।সেই মত মত চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর ও লালুয়া গ্রাম পঞ্চায়েতের আলাস, কানপুর, ফান্দাড় সহ একাধিক বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হয় বুধবার। উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ কল্পণা শিট, মামনি মান্ডি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।