আউশগ্রাম ১: বাল্যবিবাহ ও টিন এজ প্রেগ্ন্যাসি রুখতে আউশগ্রাম-১ ব্লক অফিসে বৈঠক করা হল, উপস্থিত BDO
বাল্যবিবাহ ও টিন এজ প্রেগ্ন্যাসি রুখতে আউশগ্রাম-১ ব্লক অফিসে বুধবার একটি বিশেষ বৈঠক করা হল। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, এলাকার স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে বাল্যবিবাহ ও টিন এজ প্রেগ্ন্যাসির কুফল নিয়ে এলাকায় এলাকায় মানুষকে সতর্ক করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য কর্মীদের।