ব্যারাকপুর ১: মহানবমীর দিন মাতৃ শক্তি আরাধনায় ব্রতী হলেন ব্যারাকপুরের পৌর পিতা
দূর্গা পূজোর মহা নবমীর দুপুরে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও জীবন্ত মাতৃ শক্তির আরাধনায় ব্রতী হলেন ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সম্রাট তাপাদার, এই দিন পৌর পিতা কার্যালয়ে ১১ জন মহিলা এবং ১১ জন মহিলাকে মাতৃ শক্তিরূপে আরাধনা করেন ডঃ সম্রাট তাপাদার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন