সাগর: সাগরদ্বীপে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ ও e-KYC প্রক্রিয়া
সাগরদ্বীপে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ ও e-KYC প্রক্রিয়া রাজ্যজুড়ে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ ও e-KYC প্রক্রিয়াকরণের কাজ। এই মুহূর্তে সাগরদ্বীপের বিভিন্ন বুথ এলাকায় জোরকদমে চলছে এই সংযুক্তিকরণ ও যাচাইকরণের কার্যক্রম।