বলরামপুর: স্বাধীনতার ৭৮ বছর পরেও পাকা ঢালাই রাস্তা থেকে বঞ্চিত নন্দুডি গ্রাম, ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের
ঢালায় পাকা রাস্তা থেকে বঞ্চিত পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের প্রত্যন্ত এলাকার নন্দুডি গ্রামের উপর পাড়ার বাসিন্দারা। বাড়ছে ক্ষোভ।পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম জানান ইতিমধ্যেই রাস্তাটি নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়েছে।খুব শীঘ্রই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে।