ভাঙড় ২: আবারো তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল ISF এর বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার করেছেন ISF বিধায়ক
মঙ্গলবার মধ্যরাতে আবারো ভাঙ্গড়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার রাতে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষের ঘটনা মিটতে না মিটতে আবারো নতুন করে হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ভাঙ্গড় ২ নং ব্লকের সানপুকুর অঞ্চলের ছেলেগোয়ালিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযোগ বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটি পথ মিছিল যাচ্ছিল এবং সেই মিছিলের আইএসএ কর্মীর সমর্থকেরা এই হামলা করে, পাল্টা আইএসএফ বিধায়ক নও