ভাঙড় ২: 'আমরা ছেড়ে কথা বলবো না, সব রেডি হচ্ছে'ভাঙ্গড়ে ISF মহিলা কর্মীকে প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী
ভাঙ্গড়ে ISF মহিলা কর্মীকে প্রাণ নাশের হুমকি তৃণমূল নেতার,কল রেকর্ডিং ফাঁস হয়েছিল গতকাল আর সেই বিষয়ে আজ অর্থাৎ রবিবার বিকাল ৩ টে নাগাদ ভাঙ্গড়ে জনসংযোগে এসে সরব হন এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, 'আমরা ছেড়ে কথা বলব না, সব রেডি আছে।আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব দেব'।