ভাতার: ভাতার বাজারে বর্ধমান কাটোয়া রেল শাখায় ট্রেন আসতেই গেট পড়ে যাওয়ার কারণে ব্যাপক যানজট হচ্ছে ভাতার বাজারে
ভাতার বাজারে বর্ধমান কাটোয়া রেল শাখায় ট্রেন আসতেই গেট পড়ে যাওয়ার কারণে ব্যাপক যানজট হচ্ছে ভাতার বাজারে। শুক্রবার সাত টা পঞ্চাশ মিনিটে এক বাসিন্দা জানালেন এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা অবিলম্বে রেল দপ্তর ফ্লাইওভার করুক। ভাতার মালডাঙ্গা রাস্তার উপর দিয়ে গেছে বর্ধমান কাটোয়ার রেল লাইন। যার জেরে ট্রেন আসলেই করছে রেলগেট। আর যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এই রাস্তার উপর রয়েছে ভাতার হসপিটাল ও কলেজ।