মেখলিগঞ্জ: ফরোয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্যা সহ ১৬৪টি পরিবার অনান্য রাজনৈতিক দল ত্যাগ করে বিধায়কের হাত ধরে যোগ দিলো তৃণমূলের
ফরোয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্যা সহ ১৬৪টি পরিবার অনান্য রাজনৈতিক দল ত্যাগ করে যোগ দিলো তৃণমূলে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই সভায় ১০৯ নং বুথের পঞ্চায়েত সদস্যা মফেয়া খাতুন সহ ১৫১টি পরিবার ফরোয়ার্ড ব্লক দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। এছাড়াও ১০৫ এবং ১০৮ নং বুথ থেকে যথাক্রমে তিনটি ও সাতটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।