সিউড়ি ১: সদাইপুর থানা এলাকার আম বাগানে বিশাল আকারের অজগর সাপ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায়, সাপ দেখতে ভিড় সাধারণ মানুষের
Suri 1, Birbhum | Oct 12, 2025 রবিবার দিন সদাইপুর থানা এলাকার আমবাগানে স্থানীয় লোকজন একটি বিশাল আকারে অজগর সাপ দেখতে পায়। ঘটনাস্থলে সর্পপ্রেমী অমিত শর্মা পৌঁছে সেখান থেকে সেই সাপটিকে উদ্ধার করে। সাপটিকে দেখতে সেখানে ভিড় জমে ছিল সাধারণ মানুষ।