কুলতলি: ক্লাব সংগঠন বিনয় বাদল দীনেশ তাদের উদ্যোগে কুন্দখালিতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
কালী পূজা উপলক্ষে কুলতলির কুন্দখালি বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আর যেখানে তিন শতাধিক রক্তদাতা রক্ত দান করেছেন। কলকাতার ওম নামক ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন। এ বিষয় নিয়ে ক্লাব সংগঠনের কর্মকর্তা কি জানালেন শুনুন তাদের মুখ থেকে।