কুলতলি: দিনের পর দিন কুলতলীতে বাল্যবিবাহ বেড়েছে এমনই মন্তব্য সমাজকর্মীর
কুলতলীতে দিনের পর দিন বাল্যবিবাহ সংখ্যা বেড়েই চলেছে। তাতেই আগামী দিনে সমস্যা সৃষ্টি হতেই পারে এমনই জানালেন, আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকর্মী প্রবীর মিশ্র। তিনি কি জানালেন শুনুন তারই মুখ থেকে।