বাগদা: বাগদার পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু একটি কিশোরীর , অসুস্থ আরো দুই কিশোরী
বাগদার পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু একটি কিশোরীর , অসুস্থ আরো দুই কিশোরী। ভর্তি বাগদা গ্রামীণ হাসপাতালে । উত্তর ২৪ পরগনার বাগদার পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসেছিল শুক্রবার দুপুর একটা নাগাদ পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে নামে । পুকুরে গভীরতা বেশি থাকায় তিনজনে ডুবে যেতে থাকে স্থানীয়রা দেখে ছুটে এসে প্রাথমিকভাবে দুই জন কে উদ্ধার করতে পারলেও অপরজনকে উদ্ধার করতে অনেকটা সময় কেটে যায় ।