পুরাতন মালদা: জলাধারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চাঞ্চল্য ঝাড়পুকুরিয়া গ্রাম, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে
এলাকার জলাধারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় কিছু মানুষজনেরদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ঝাড়পুকুরিয়া এলাকায়। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় লোকেরা। সমস্যার সম্মুখীন হন এক আইসিডিএস কর্মী অনিমা সরকারও। তাদের অভিযোগ জলাধারের প্যানেল বক্স খুলে নেওয়া হয়। ফলে জল না পেয়ে চরম বিপাকে পড়েন তারা। স্থানীয় লোকেরা আরো অভিযোগ জানান জল না পেয়ে অনেক সমস্যায় রয়েছেন। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।