গোসাবা: নিরুপায় হয়ে এখনGSTকমাতে হচ্ছে,কেন্দ্রকে আক্রমণ অভিষেকের,পাল্টা অভিষেক কে কটাক্ষ করেছেন গোসাবায় সাংগঠনিক জেলাBJPমুখপাত্র
নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের পাল্টা অভিষেক কে কটাক্ষ করেছেন গোসাবায় জয়নগর সাংগঠনিক জেলা BJP র মুখপাত্র সঞ্জয় নায়েক সোমবার রাত ১১-৩০টায়।দেশজুড়ে লাগু জিএসটি। নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে নতুন জিএসটির হার নিয়ে ধোঁয়াশা। নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে পুরনো জিএসটির হারেই। জিএসটি ইস্যুতেই আজ কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।