আউশগ্রাম ১: আউশগ্রামের তকিপুরে ঐতিহ্যবাহী কালী মন্দির সহ চারটি মন্দিরে চুরি, পুলিশ টহল দিয়ে যাওয়ার পরেও এমন চুরির ঘটনায় চাঞ্চল্য
গ্রামে পুলিশকর্মীরা টহল দিয়ে ঘুরে যাওয়ার পরেই একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটলো আউশগ্রামের তকিপুরে। বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে কয়েক হাজার টাকা লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মন্দিরগুলিতে লাগানো সিসিটিভি ক্যামেরায় মুখঢাকা অবস্থায় দুষ্কৃতীদের সেই কর্মকান্ড ধরা পড়েছে। আর সেই চুরির ঘটনার দৃশ্য প্রকাশ্যে আসতেই শুক্রবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়।