মুরারই ১: মহা দশমীর পুজোর শেষে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
আজ দুই অক্টোবর বৃহস্পতিবার।আজ 2 অক্টোবর বৃহস্পতিবার মহা দশমী। মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পশ্চিম বাজার শিব মন্দিরের মা দুর্গা ঠাকুরের দশমীর পুজো শেষে সিঁদুর খেলায় মাতালেন মহিলারা। এদিন বৃহস্পতিবার সকালের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।