ভরতপুর ১: ছ’ বিঘা জমি নিয়ে বিতর্ক! বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে ভরতপুরের বিধায়ক
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছিলেন, বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে তিনি ছ’ বিঘা জমি ক্রয় করেছেন। তবে জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী জানান, বাবরি মসজিদ একটি সংবেদনশীল ইস্যু। সেই আবেগকে কেন ব্যবহার করা হচ্ছে বুঝতে পারছি না। এই ছবি ঘা জমির মালিক আমি। কাউকে জমি বিক্রি করিনি। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করে এলাকার উন্নয়ন প্রশ্নে সমালোচনায় সরব বিজেপি।