কেশিয়ারি: কেশিয়াড়ী থানার কুশগেড়িয়া তে কেশিয়াড়ী - খড়গপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত দুজন
কেশিয়াড়ী থানার কুশগেড়িয়া তে কেশিয়াড়ী - খড়গপুর রাজ্য সড়কের উপরে মঙ্গলবার ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা।ঘটনায় গুরুত্বর ভাবে আহত হলেন দুজন পথচলতি মানুষ।স্থানীয় সূত্রে খবর,খড়গপুরের দিক থেকে কেশিয়াড়ী যাওয়ার সময় দ্রুত গতিতে থাকা তিন জন বাইকি আরোহী পথ চলতি মহিলা এবং একজন পুরুষ কে এসে ধাক্কা মারে।ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয়ে পড়েন দুজন।স্থানীয়দের তৎপরতায় তৎক্ষণাৎ খাজরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।